বর্তমানে সিএমএস তথা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে প্রচুর সাইট বানানো হচ্ছে। সিএমএস দিয়ে সাইট বানানোর সময় প্রথম যেই কথাটি আসে তা হল কোন সিএমএসটি সেরা? এই নিয়ে অনেক বিতর্ক আছে। যারা যেটি নিয়ে কাজ করে তারা সেটিকেই সেরা মনে করে। আজ আমি আপনাদের কাছে জনপ্রিয় তিনটি সিএমএস ওয়ার্ডপ্রেস, জুমলা ও দ্রুপালকে বিশ্লেষণ করে প্রমাণ করবো ওয়ার্ডপ্রেসই সেরা সিএমএস। চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।
প্রতিষ্ঠাকাল ও থিম সংখ্যা

দ্রুপালঃ ২০০১ সালে প্রতিষ্ঠিত ও ১৭১২+ থিম আছে থিম ডিরেক্টরিতে।
ওয়ার্ডপ্রেসঃ ২০০৩ সালে প্রতিষ্ঠিত ও ১৭৫২+ থিম আছে থিম ডিরেক্টরিতে।
জুমলাঃ ২০০৫ সালে প্রতিষ্ঠিত ও ১৬০০+ (জুমলা২৪রে আছে বেশির ভাগ) থিম আছে থিম ডিরেক্টরিতে।
কেন সেরা?

ওয়ার্ডপ্রেস ব্যাবহার করা একদম সহজ বলা চলে, আর এটি ইনস্টল করাও সহজ। আর সবচাইতে বড় কথা হল এটি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ও এর আছে হাজার হাজার থিম ও প্লাগিন।
সেরা ১০০০ সাইটে সিএমএস সংখ্যা

ওয়ার্ডপ্রেসঃ আলেক্সার সেরা ১০০০ সাইটে ওয়ার্ডপ্রেস সাইট আছে ১৪১টি।
দ্রুপালঃ আলেক্সার সেরা ১০০০ সাইটে দ্রুপাল সাইট আছে ৩৯ টি।
জুমলাঃ আলেক্সার সেরা ১০০০ সাইটে জুমলা সাইট আছে ২১টি।
সিএমএস পরিসংখ্যান

ওয়েবে ৭৭% নন সিএমএস সাইট আছে। আর প্রায় ৩৩% সিএমএস সাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসের আছে ১২.৭%, জুমলার আছে ২.৪৮, দ্রুপালের আছে ১.৪৮, অন্যান্য সবার আছে ৬.৩৮
কোনটি ধ্রুত বাড়ছে?

উপরের ছবিটি দেখলেই বুঝা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্রসারই দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
প্লাগিন সংখ্যা
ওয়ার্ডপ্রেসঃ 24,784
জুমলাঃ 6410
দ্রুপালঃ 21,630
গুগল ওয়েব সার্চ

ওয়ার্ডপ্রেসঃ 1,140,000,000 results (১১৪কোটি)
জুমলাঃ 349,000,000 results (৩৪ কোটি)
দ্রুপালঃ 36,400,000 results (৩ কোটি)
সেরা সাইট সমুহ কার?
ওয়ার্ডপ্রেসঃ Mozilla Firefox, CNN, Digg Blog, Ford, Sony, People Magazine, Samsung, Playstation, NYTimes Blogs
জুমলাঃ Linux, The Hill, Joomla!, The Alliance, Harvard University
দ্রুপালঃ White House, Zynga, PayPal developer, Twitter dev, Mollom
ফেসবুক ও টুইটার
ফেসবুক লাইকঃ ওয়ার্ডপ্রেস 534,094, জুমলা 107,953, দ্রুপাল 45,988
টুইটার ফলোয়ারঃ ওয়ার্ডপ্রেস 239,126, জুমলা 42,092, দ্রুপাল 40,389
শেষ কথা
আমার অভিজ্ঞতা থেকে আমার কাছে ওয়ার্ডপ্রেসই সেরা মনে হয়েছে, কারো ভিন্ন মত থাকতে পারে সেটা কোন বেপার না। আপনি আপনাদের রেকমেন্ড করবো যে গুগল মামাকে জিগাইতে যে কে সেরা, সবাইকে ধন্যবাদ।