cpanel-logo


আপনার সাইট তথা ডোমেইনটি পরিচালনা করতে আপনার দরকার পড়বে একটি কন্ট্রোল প্যানেলের। বিভিন্ন হোস্টিং কোম্পানি বিভিন্ন কন্ট্রোল প্যানেল দিয়ে থাকে তবে সব চাইতে জনপ্রিয় কন্ট্রোল প্যানেল হল সি প্যানেল। এটি ব্যবহার করা একেবারেই সহজ তাই বেশির ভাগ হোস্টিং কোম্পানি সি প্যানেলই ব্যবহার করে থাকে।

cpanel-landpage

C panel powered control panel home page after login

সি পানেলে যেই যেই বিভাগ গুলো আছে

  • Preferences
  • Mail
  • Files
  • Logs
  • Security
  • Domains
  • Database
  • Services
  • Apps Installer
  • Advanced

পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমরা সি প্যানেলের বিভাগ গুলো নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করবো, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *