ওয়ার্ডপ্রেস, জুমলার মত দ্রুপালও একটি সিএমএস। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় দ্রুপাল। দ্রুপাল দ্বারা কোন প্রোগ্রামিং না জেনেই খুব সুন্দর সুন্দর ব্লগিং সাইট তৈরি করা যায়। বর্তমানে যেই জনপ্রিয় তিনটি ব্লগিং সিএমএস আছে তার মধ্যে দ্রুপাল অন্যতম। টুইটার ডেভের মত অনেক নামি দামী সাইট তৈরি হচ্ছে দ্রুপাল দ্বারা।

সিএমএস কি?
ড্রুপাল একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শোনার পরও হয়ত অনেকের মনে প্রশ্ন জাগবে যে সিএমএস কি ? সিএমএস হচ্ছে অনলাইন বেইস সফটওয়্যার জাতে করে আপনি আপনার সাইট সুন্দর করে তৈরি করতে পারবেন । এতে করে আপনি পিএইচপি, এইচটিএমএল, সিএসএস ইত্যাদি প্রগ্রামিং না জেনেও সাইট তৈরি করতে পারবেন । তবে জানলে সাইট আরও সুন্দর করতে পারবে।

কি ধরনের সাইট তৈরি করতে পারবেন দ্রুপাল দ্বারা?
ব্লগিং সাইট
ওয়েব পোর্টাল
কর্পোরেট সাইট
ই-কমার্স সাইট
উইকি সাইট
মাল্টিমিডিয়া সাইট
দ্রুপাল দ্বারা তৈরি কৃত জনপ্রিয় সাইট সমূহ
White House, Zynga, PayPal developer, Twitter dev, Mollom
ডেভেলোপারঃ বাইটারেট

রিলিজঃ জানুয়ারি ২০০১

সাইজঃ ১১এমবি+

টাইপঃ ওপেন সোর্স

অফিসিয়াল সাইট drupal.org

কেন দ্রুপাল?
কারন এটি ফ্রী, বিনামূল্যে এটি নামানো যায় ।
এটি খুব তারাতারি ডেভলাপার দ্বারা আপডেট হচ্ছে প্রতিদিন, তাই সিকিউরিটি ভালো।
এটি সবচেয়ে বেশি এসইও ফ্রেন্ডলি।
এটা অনেক ইউজার ফ্রেন্ডলি।
এটির ডেভোলপার এর ঘাটতি এখনও বাংলাদেশে আছে তাই এটি আনেক বড় একটা সুযোগ ডেভোলপারদের জন্য।
এটির অনেক সুন্দর সুন্দর টেম্পলেট ও মজুল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *