
জুমলা একটি পুরষ্কার প্রাপ্ত ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে সিএমএস। যার দ্বারা খুব সহজেই ব্লগিং সাইট তৈরি করা যায় কোন প্রোগ্রামিং নলেজ না জেনেই। জুমলা সিএমএস গড়ে উঠেছে অতি জনপ্রিয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ পিএইচপি এবং মাইএসকিউএল ডাটাবেজ এর উপর ভিত্তি করে। বর্তমানে অনেক নামি দামি কোম্পানির সাইট জুমলা দ্বারা তৈরি করা হচ্ছে।
জুমলা বাবহারের সুবিধা
- এটা সম্পূর্ন ফ্রী।
- সুন্দর সুন্দর ফিচার এর জন্য।
- আপনি কোডিং না জানলেও জুমলা ব্যবহার করে আপনি সহজে যেকোন ডাইনামিক সাইট বানাতে পারবেন।
- হাজার হাজার প্লাগইন এবং থিম এর ভান্ডার আছে।
- এটি ইনস্টল করা অনেক সহজ , শুধু মাত্র মাউস ক্লিক দ্বারাই একটি সুন্দর ওয়েবসাইট তৈরী সম্ভব।
- এটি ব্যবহার করা অনেক সহজ তাই।
জুমলার অফিসিয়াল সাইট joomla.org
জুমলা দ্বারা ব্লগিং সাইট ছাড়াও জুমলা দিয়ে অনলাইন ম্যাগাজিন বা সংবাদপত্র, ইকমার্স বা যেকোন ব্যাবসায়িক ওয়েবসাইট, বিভিন্ন দাতব্য সংস্থার ওয়েবসাইট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল, ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট অথবা পোর্টাল, কমিউনিটি ওয়েবসাইট, ব্যাক্তিগত ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্ক সহ আরও অনেক ধরনের সাইট তৈরি করা যায়।
জুমলা ডাউনলোড করে এখানে ক্লিক করুন
যে কারনে জুমলা ব্যবহার করবেন
জুমলা একবারেই ফ্রী তারউপর জুমলার আছে হাজার হাজার টেমপ্লেট ও এক্সটেনসন। তাছাড়া জুমলা ওপেন সোর্স বিধায় এটি সহজেই এডিট করা যায়। শেষ কথা হল জুমলা দিয়ে সাইট তৈরি করতে কোন প্রোগ্রামিং নলেজ থাকা দরকার নেই।
জুমলা দ্বারা তৈরি কৃত জনপ্রিয় সাইট সমূহ
Linux, The Hill, Joomla!, The Alliance, Harvard University
প্রস্তুতকারকঃ জুমলা টিম
ফাস্ট রিলিজঃ ১৭ অগাস্ট ২০০৫
টাইপঃ ওপেন সোর্স
সাইজঃ ৭এমবি+
পিএইচপি ও মাইএসকিউএল ডাটাবেজ দ্বারা তৈরি