আজ আপনাদের ব্লগার ব্লগের জন্য নিয়ে এলাম সুন্দর কিছু ফ্লোটিং সোশ্যাল বার। এই ফ্লোটিং সোশ্যাল বার আপনার ব্লগে যুক্ত করার পর আপনার ব্লগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে। চলুন কথা না বারিয়ে দেখে নেই কিভাবে ব্লগ এই ফ্লোটিং সোশ্যাল বার যুক্ত করা যায়।
যেভাবে ব্লগে যুক্ত করবেন
প্রথমেই আপনার ব্লগে লগিন করুন। তারপর লেআউটে গিয়ে অ্যাড এ গেজেটে ক্লিক করুন। HTML/JavaScript এ ক্লিক করুন তাহলে একটি পপআপ বক্স ওপেন হবে, সেই বক্সে নিচের কোডগুলো লিখে সেভ বাটনে ক্লিক করুন তাহলেই আপনার ব্লগে খুব সুন্দর ফ্লোটিং সোশ্যাল বার যুক্ত হয়ে যাবে।
স্টাইল সমূহ
