মাইক্রোসফট আমেরিকা ভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রজুক্তি প্রতিষ্ঠান। মাইক্রোসফট ১৯৭৫ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠা হয়। এই কম্পানির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে অবস্থিত। মাইক্রোসফট মূলত কম্পিউটার ডিভাইসের জন্য বিভিন্ন সফটওয়্যার তৈরি করে থাকে। মাইক্রোসফটের সবচাইতে জনপ্রিয় দুটি পণ্য হল, মাইক্রোসফট উইন্ডোজ (এটি একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম) ও মাইক্রোসফট অফিস
মাইক্রোসফটের পণ্য সমূহ
- Microsoft Windows
- Microsoft Office
- Microsoft Servers
- Developer Tools
- Microsoft Expression
- Business Solutions
- Games & Xbox 360
- Windows Live
- Windows Mobile
- Zune
মাইক্রোসফট সম্পর্কে কিছু তথ্য
- প্রতিষ্ঠাতাঃ বিল গেটস ও পল অ্যালেন
- ধরনঃ Computer software, Publishing Research and development, Computer hardware, Video games.
- ওয়েবসাইটঃ www.microsoft.com
মাইক্রোসফটের মোট সম্পদের পরিমান ৬৩ বিলিয়ন মার্কিন ডলার
ডেভেলপারদের জন্য মাইক্রোসফ্ট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রোসফ্ট এস্কিউএল্ সার্ভার খুবই জনপ্রিয়। মাইক্রোসফটের এই জনপ্রিয়তার মূলে রয়েছে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলো। হাজার হাজার অ্যাপ থাকার জন্য উইন্ডোজ হয়ে উঠেছে অন্যতম সেরা অপারেটিং সিস্টেমে।